“আইনস্টাইন’স প্ল্যানেট”:


“আইনস্টাইন’স প্ল্যানেট”: আইনস্টাইনের তত্ত্ব কাজে লাগিয়ে নতুন গ্রহ আবিষ্কার

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী সৌরজগতের বাইরে আরও একটি নতুন গ্রহ আবিষ্কার করেছেন। যার নাম দেওয়া হয়েছে কেপলার ৭৬ বি। এই প্রথমবারের মত বিজ্ঞানীরা আইনস্টাইনের “আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব” কে ব্যবহার করে কোন গ্রহ আবিষ্কার করলেন। এজন্য এই গ্রহকে বলা হচ্ছে “আইনস্টাইন’স প্ল্যানেট”।. আকারে গ্রহটি আমাদের বৃহস্পতি গ্রহের চেয়ে ২৫% বড় কিন্তু ওজনে বৃহস্পতির দ্বিগুণেরও বেশি। গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেটি আমাদের থেকে ২০০০ আলোকবর্ষ দূরে সিগনাস তারামণ্ডলে অবস্থিত। নক্ষত্রটিকে কেন্দ্র করে ঘুরতে এর ১.৫ দিন সময় লাগে।
নাসার কেপলার টেলিস্কোপ দিয়ে তথ্য সংগ্রহ করেই আবিষ্কার করা হয়েছে গ্রহটিকে। সৌরজগতের বাইরের গ্রহগুলোকে আবিষ্কারের জন্য প্রচলিত ট্রানজিট পদ্ধতি এক্ষেত্রে ব্যবহার না করে বিইইআর অ্যালগরিদম(BEER algorithm) ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিটি সম্পূর্ণভাবে আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের উপর নির্ভরশীল।

Leave a comment